বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করতে নেমে রংপুরকে ২০৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সিলেট।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের পাহাড় গড়ে সিলেট। ফলে জয়ের জন্য রংপুরকে করতে হবে ২০৬ রান। দলের পক্ষে ওপেনার রনি তালুকদার ৩২ বলে ৫৪ রান করেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় সিলেটের। দুই ওপেনার জর্জ মানসে ও রনি তালুকদার ৪৭ রানের জুটি করেন। ১৮ রানে আকিফ জাভেদের বলে মানসে ফিরলেও ফিফটি তুলে নেন রনি। ৩২ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫৪ রান করেন এই ওপেনার। হাফ-সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসানও। ৩৬ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। তবে সাইফউদ্দিনের বলে ৫০ রানেই ফিরেছেন তিনি। তার বলে ফিরেছেন পল স্টার্লিংও।
শেষ দিকে অ্যারন জোন্স ও জাকের আলি অনিকের দৃড়তায় ৪ উইকেটে স্কোর ২০৫-এ নিয়ে যায় সিলেট স্টাইকার্স। ১৯ বলে ৩৮ রানে জোন্স অপরাজিত থাকেন, অনিক করেন ৫ বলে ২০ রান।
রংপুরের হয়ে ৩১ রান ২টি উইকেট নেন সাইফউদ্দিন। মেহেদি ও আকিফ জাভেদ নেন ১টি করে উইকেট।
টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রংপুর রাইডার্স।
বিডি-প্রতিদিন/বাজিত