বগুড়ায় মাসব্যাপী মালতিনগর প্রিমিয়ার লীগের চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের এমএস ক্লাব মাঠে প্রাক্তন ক্রিকেটাররা এ খেলার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। বাংলাদেশের যুবসমাজ যেখানে শিক্ষা ও জ্ঞান আহরণে উদ্যমী হওয়ার কথা, সেখানে তারা জড়িয়ে পড়ছে মাদকদ্রব্য সেবন ও চোরাচালানের মতো ভয়ংকর অপরাধে। এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে তরুণ শিক্ষার্থীদের স্বশিক্ষিত হতে হবে। যেন তারা নিজেরাই নিজেদের মাদকবিমুখ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। এজন্য তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, সাবেক ক্রিকেটার ওহিদুল ইসলাম, আবু হেলাল, আতিকুল ইসলাম ও অরুপ সরকার। অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল