দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। প্রায় দীর্ঘ তিন দশক পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির কোনো ইভেন্ট। অবশ্য পাকিস্তান একা নয়, দুবাইকে সঙ্গে নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর।
আসন্ন টুর্নামেন্টটির আগে নিজেদের ঝালিয়ে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও আয়োজক পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টটি শুরুর আগেই ভেন্যুতে পরিবর্তন এনেছে পিসিবি। মুলতানের পরিবর্তে লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এতদিন সংস্কার কাজ চলছিল। যার ফলে দীর্ঘদিন ধরেই এই দুই মাঠে হচ্ছিল না কোনো ম্যাচ। এই মৌসুমে পাকিস্তানে অনুষ্ঠিত সাত টেস্টের একটিও হয়নি এই দুই মাঠে। করাচিতে পাকিস্তান ও ইংল্যান্ডের টেস্ট হওয়ার কথা থাকলেও সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছিল মুলতানে। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দুটিও হবে মুলতানে।
তাই এই সিরিজের ম্যাচগুলো লাহোর ও করাচিতে আয়োজন করবে পাকিস্তান । নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমনটাই। রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ৮, ১০ ও ১২ ফেব্রুয়ারি। সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। ঠিক তার ৪ দিন পরেই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
বিডি প্রতিদিন/মুসা