ইনজুরিতে পুরো ঘরোয়া আন্তর্জাতিক মৌসুম মিস করেছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিদি। নর্কিয়ার পায়ের আঙুল ভেঙে গিয়েছিল আর এনগিদির ছিল গ্রোয়িন ইনজুরি অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই দুই পেসার।
১৫ সদস্যের দলটির নেতৃত্বে থাকবেন টেম্বা বাভুমা। এছাড়া, ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল থেকে আছেন ১০ জন। প্রথমবার বড়দের আইসিসি ইভেন্টে অংশ নেবেন ভিয়ান মুল্ডার, টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন।
টুর্নামেন্টের বি গ্রুপে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তাদের ক্যাম্পেইন শুরু হবে ২১ ফেব্রুয়ারি। করাচিতে শুরুতে প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর রাওয়ালপিন্ডিতে ২৫ তারিখ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। গ্রুপের শেষ ম্যাচ ১ মার্চ, প্রতিপক্ষ ইংল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, টনি ডি জর্জি, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, এনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ফর ডান ডাসেন।
বিডি প্রতিদিন/কেএ