চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে দ্রুত হারালেও ইনিংস টেনে নিচ্ছিলেন তানজিদ তামিম। নবম ওভারে তিনিও ফিরে গেছেন। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৯ রান। তাওহীদ হৃদয় ৮৪ রানে ব্যাট করছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা।
রানের খাতা খোলার আগেই আজ সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। ৫ বল খেলে কোনো রান না করেই মোহাম্মদ শামির শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকারের মতো আজ ব্যর্থ ছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সৌম্যর মতো তিনিও শূন্য রান করেই ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ২ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
২ রানেই ২ উইকেট হারানোর জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে বেশিদূরে এগোনোর আগেই এই জুটিকে থামান মোহাম্মদ শামি।
মোহাম্মদ শামির বলে প্রথম স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে করেন ১০ বলে ৫ রান। তার বিদায়ে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
মিরাজের বিদায়ের পর একপ্রান্ত আগলে রাখা তানজিদ হাসান তামিমও ফিরে যান সাজঘরে। ২৫ বলে ২৫ রান করে অক্ষর প্যাটেলের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।
তানজিদ হাসান তামিমের বিদায়ের পরের বলেই সাজঘরে ফিরে যান অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ক্রিজে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরে গেলেন তিনি। তার বিদায়ে ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় বাংলাদেশ।
এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। এই জুটিতে ভর করে ২৮ ওভার ১ বলে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ। এই জুটির কল্যাণে শুরুর ধাক্কা কাটিয়ে উঠছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/আরাফাত