চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দুবাইতে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হারল শান্তর দল। পুরো ম্যাচে টাইগারদের প্রাপ্তি ছিল কেবল সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়ের সঙ্গে জাকের আলীর ইতিহাস গড়া জুটি।
এদিন প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। দলকে জয় এনে দেয়ার পথে ১০১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন শুভমান গিল।
এর আগে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখানে থেকে দলকে টেনে তোলেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়।
তাদের ব্যাটে ভর করে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ১১৪ বলে ৬৮ রান করেন জাকের। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। করেন ১১৮ বলে ১০০ রান। ভারতের পক্ষে মোহাম্মদ শামি নেন ৫টি উইকেট।
২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাদা-মাটা বোলিংয়ের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত ও গিল। তাতে ৮ ওভারেই দলীয় ফিফটি স্পর্শ করে ভারত।
তবে ইনিংসের দশম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দলীয় ৬৯ রানে ৩৬ বলে ৪১ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর ক্রিজে আসা বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গিল।
তবে দলীয় ১১২ রানে কোহলিকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। ৩৮ বলে ২২ রান করেন কোহলি। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। শ্রেয়াস আইয়ার ১৫ ও অক্ষর প্যাটেল ৮ রান করে আউট হন।
তবে ক্রিজে আসা লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গিল। ১২৫ বলে সেঞ্চুরি তুলে নেন ভারতের এই ওপেনার। শেষ পর্যন্ত ২১ বলে হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ভারত। রাহুল ৪৭ বলে ৪১ ও গিল ১২৯ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ২টি উইকেট।
বিডি-প্রতিদিন/শআ