চ্যাম্পিয়নস ট্রফি শুরুতেই বড় ধাক্কা খেল পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে হারের পর সেমিফাইনালের স্বপ্ন প্রায় ফিকে হয়ে গেছে স্বাগতিকদের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয় পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাবর আজমদের।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তান মানসিকভাবে বেশ চাপে রয়েছে। অন্যদিকে ভারত রয়েছে ফুরফুরে মেজাজে। শক্তিমত্তা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারতের থেকে অনেকটাই পিছিয়ে স্বাগতিকরা। ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার মনে করছেন, "ভারতের মানের কাছাকাছিও নেই পাকিস্তান।"
তিনি বলেন, "পাকিস্তান এখন ভারতের মানের আশেপাশেও নেই। সাম্প্রতিক সময়ে ভারত একচেটিয়া আধিপত্য দেখিয়েছে, আর এবার পাকিস্তান তো আরও দুর্বল!"
পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে দুবাইতে। এই মাঠেই সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে খেলেছিল ভারত, যেখানে স্পিনাররা আধিপত্য দেখিয়েছিল। কিন্তু পাকিস্তানের স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল।
এ বিষয়ে মাঞ্জরেকার বলেন, "এই কন্ডিশনে ভালো স্পিনার ছাড়া সফল হওয়া কঠিন, কিন্তু পাকিস্তান দলে মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার আছে—আবরার আহমেদ। তারা সালমান আগা বা খুশদিল শাহকে ব্যবহার করতে পারে, তবে তারা ভারতীয় ব্যাটসম্যানদের বিপদে ফেলার জন্য যথেষ্ট নয়। পেস বোলিংও খুব একটা কার্যকর হবে না।"
তবে উত্তেজনার জায়গায় কোনো কমতি দেখছেন না মাঞ্জরেকার। তিনি বলেন, "এই লড়াইয়ের উত্তেজনা একটুও কমেনি। মানের দিক থেকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটি কিছুটা ভালো হতে পারে, তবে যদি কোনো ভারতীয় বা পাকিস্তানি সমর্থককে জিজ্ঞেস করেন, তারা অবশ্যই রোববারের ম্যাচটাকেই বেছে নেবে।"
পাকিস্তান কি পারে ভারতকে চমকে দিতে? নাকি আরও একটি বড় ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পথে হাঁটবে?
বিডি প্রতিদিন/আশিক