চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার মিশনে মাঠে নামছে ইংল্যান্ড ও আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এরই মধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ব্যাটিংয়ে নামবে আফগানরা।
‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে দুই দলকে। হারলেই বিদায় ঘণ্টা বেজে যেতে পারে তাদের। গতকালকের ম্যাচের মতো আজও হানা দিতে পারে বৃষ্টি। সেক্ষেত্রে ম্যাচ শেষ পর্যন্ত পরিত্যক্ত হলেও স্বপ্নভঙ্গ হবে আফগানিস্তানের।
এদিকে, বাদ পড়ার শঙ্কা কাটাতে পারেনি নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাও। পা হড়কালেই টুর্নামেন্ট থেকে বিদায় হতে পারে তাদের।
ইংল্যান্ড একাদশ : ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
আফগানিস্তান একাদশ : ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।
বিডি প্রতিদিন/কেএ