জার্মানির বুন্ডেসলিগার চ্যাম্পিয়ন হিসেবে মৌসুম শেষ করল বায়ার্ন মিউনিখ। হফেনহেইমের বিপক্ষে ম্যাচটি আরেক কারণেও বিশেষ। এটিই জার্মান চ্যাম্পিয়নদের জার্সিতে টমাস মুলারের শেষ ম্যাচ।
হফেনহাইমকে তাদের মাঠেই ৪-০ গোলে হারিয়ে ক্লাব কিংবদন্তিকে দারুণ এক বিদায়ী উপহার দিল ঐতিহ্যবাহী ক্লাবটি।
ম্যাচের ৩৩তম মিনিটে ফরাসি তারকা মাইকেল ওলিস চমৎকার এক ফ্রি-কিকে গোল করে এগিয়ে দেন বায়ার্নকে। দ্বিতীয়ার্ধের শুরুতে হফেনহাইমের ক্রোয়েট তারকা আন্দ্রেজ ক্রামারিচ ম্যানুয়েল নয়্যারের সঙ্গে একান্ত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। জশুয়া কিমিচের কাছাকাছি দূরত্ব থেকে নেওয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর সার্জ নাব্রির দৃষ্টিনন্দন লো শটে এবং হ্যারি কেনের ২৬তম লিগ গোলের মাধ্যমে স্কোরলাইন ৪-০ হয়।
হ্যারি কেনের পুরনো সতীর্থ এরিক ডায়ারও শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে মাঠে নামেন—গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে যার মোনাকোতে যোগ দেওয়া নিশ্চিত। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন লেরয় সানে, যাকে নিয়েও গ্রীষ্মকালীন দলবদলের গুঞ্জন চলছে।
চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ১৩ পয়েন্টের ব্যবধানে লিগ শেষ করেছে, দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেনকে পেছনে ফেলে। হফেনহাইম হারলেও অবনমন-প্লে-অফ অঞ্চলের বাইরে থেকে লিগ শেষ করতে পেরেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ