অ্যাস্টন ভিলা ছাড়ছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভিলা পার্কের সবশেষ ম্যাচে সেটি অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে। চোখের জলে সমর্থকদের বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। এতে স্পষ্ট হয়েছে যে, ৫ বছর পর বার্মিংহামের ক্লাব ছাড়তে চলেছেন দুইবারের ফিফার বর্ষসেরা এই গোলরক্ষক।
ভিলা ছাড়ার পর এমিলিয়ানোর পরবর্তী গন্তব্য ঠিক কোথায়? এমিলিয়ানোর পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনার গণমাধ্যম।
আর্জেন্টিনার ওলে, ডি স্পোর্টস রেডিও কিংবা সাংবাদিক লাতিন সাংবাদিক ফার্নান্দো চেজ জানিয়েছেন, বার্সেলোনা আর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে বড় রকমের প্রস্তাব পেয়েছেন মার্তিনেজ। যদিও এই খবর ঠিক কতটা বাস্তব তা বলা মুশকিল।
টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুল দিনদুয়েক আগেই জানিয়েছিলেন, সৌদি প্রো লিগের ক্লাবগুলো এমিলিয়ানোকে পেতে আগ্রহী। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষ। এখনো ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে আগ্রহী তিনি। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর বলছে, ইংল্যান্ডের বার্মিংহামে সুখেই আছেন এমি এবং তার পরিবার। সহসাই তাই ইউরোপ ছাড়ার পরিকল্পনা নেই তার।
এদুলের তথ্য বলছে, এমিলিয়ানোকে পেতে আগ্রহী বড় ক্লাব দুটো। এর একদিন পরেই ডি স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়, আগ্রহী দুই ক্লাব নাকি বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য এই মৌসুমে ভয়চেক শেজনিকে নিয়ে দারুণ সময় পার করেছে বার্সেলোনা। কদিন আগেই দীর্ঘ ইনজুরি কাটিয়ে আবার মাঠে ফিরেছেন দলের নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান।
আবার এবারের মৌসুমে ইউরোপা লিগে অপরাজিত থাকলেও ঘরোয়া লিগে বাজে সময় পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ ঘরের মাঠে টানা ৮ ম্যাচ হারের লজ্জাজনক রেকর্ডও করেছে তারা। এমন অবস্থায় নতুন মৌসুমের জন্য দল গোছাতে এমি মার্তিনেজের দিকে হাত বাড়াবে কিনা তা একটা বড় প্রশ্ন। বর্তমানে, দলটির প্রধান গোলরক্ষকের ভূমিকায় আছেন আন্দ্রে ওনানা।
তবে, আপাতত নিজের নতুন ক্লাবের সন্ধানে আছেন এমিলিয়ানো মার্তিনেজ। সেটা অবশ্য কোথায় হবে, তা নিয়ে ধোঁয়াশা সহসা কাটছে না।
বিডি প্রতিদিন/কেএ