ভারত-পাক সংঘর্ষের মধ্যে যখন ভারতীয় ক্রিকেট দলসহ বিশ্ব ক্রিকেটের অনেক তারকা পরিস্থিতি মোকাবিলা করছিলেন, তখন ইংলান্ডের ক্রিকেটার মইন আলি শেয়ার করলেন তাঁর পরিবারের ভয়াবহ অভিজ্ঞতা।
তিনি জানান, পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় অপারেশন সিঁদুর চলাকালীন তাঁর মা-বাবা ছিলেন পাক অধিকৃত কাশ্মীরে, যেখানে তারা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।
মইন আলি সম্প্রতি একটি পডকাস্টে এই অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর চলাকালীন আমার মা-বাবা পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন, যেখানে হামলা হয়েছিল, সেখান থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে। খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। কোনওরকমে ওই দিনের একমাত্র ফ্লাইটে করে তাঁরা বেরিয়ে আসতে পেরেছিলেন। তাঁরা নিরাপদে ইংল্যান্ডে ফিরে আসার পর আমি খুশি, তবে সেই অভিজ্ঞতা ছিল একেবারে ভয়াবহ।’
অপারেশন সিঁদুরের সময় নিজেও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হন মইন আলি। তিনি বলেন, ‘হঠাৎ করেই সংঘর্ষের আবহ তৈরি হওয়ায় আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল আমরা যুদ্ধের মধ্যে আছি। মিসাইল হামলার আওয়াজ শুনিনি, তবে সবাই ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছিল। কেউ বলছিল, যুদ্ধ লেগেছে। অনেকে বলছিলেন, আগেও এমন হয়েছে, তাই চিন্তা করার কিছু নেই। তবে আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল, বিমান পরিষেবা বন্ধ হয়ে গেলে কীভাবে দেশে ফিরব।’
এদিকে, মইন আলি কলকাতা টিম ম্যানেজমেন্টের প্রশংসা করেছেন। তিনি জানান, ‘এই ভয়াবহ পরিস্থিতিতেও কেকেআর ম্যানেজমেন্ট আমাদের সব ধরনের খেয়াল রেখেছিল। যা দরকার ছিল, তাঁরা তা সরবরাহ করার চেষ্টা করেছেন।’
অবশেষে, পরিস্থিতি স্বাভাবিক হলেও, মইন আলি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন এবং কলকাতা নাইট রাইডার্সে ফিরে আসেননি।
বিডি প্রতিদিন/মুসা