প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো পারভেজ হোসেন ইমন দ্বিতীয় ম্যাচে কেন একাদশে নেই, তা নিয়ে অনেকেই আশ্চর্য হয়েছেন। তবে এটি কোনো বাদ পড়ার বিষয় নয়, বরং চোটের কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে যে, ইমনের বাঁ কুঁচকিতে প্রথম ম্যাচের সময় ব্যথা অনুভূত হয়, যার ফলে পরবর্তীতে ফিল্ডিং করতে পারেননি তিনি। ইমনকে চাইলেই একাদশে রাখা যেতে পারত, তবে পাকিস্তান সিরিজ এবং সতর্কতার অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
প্রথম ম্যাচে ইমন টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন। তিনি ৫৩ বলে সেঞ্চুরি করেন, যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল তামিম ইকবালের, যিনি ২০১৬ সালে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ইমন ওই ম্যাচে ৯টি ছক্কা ও ৫টি চারে ইনিংসটি সাজিয়ে সর্বোচ্চ ছক্কা মারার নতুন রেকর্ডও গড়েন।
ইমনের এই দুর্দান্ত সেঞ্চুরির সাহায্যে বাংলাদেশ প্রথম ম্যাচে ২৭ রানে জয়ী হয়েছিল।
এদিকে, দ্বিতীয় ম্যাচে ইমন ছাড়াই দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা ১৫ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১৫২ রান করে ফেলেছে। ৫৯ রান করে তানজিদ হাসান তামিম আউট হয়েছেন। অধিনায়ক লিটন দাস ৪০ রান করে সাজঘরে ফিরেছেন। বর্তমানে ব্যাট করছে শান্ত ও হৃদয়।
বিডি প্রতিদিন/মুসা