ইতালিয়ান সিরি আর শিরোপা নির্ধারণী দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী শুক্রবার (২৩ মে) একই সময়ে মাঠে গড়াবে নাপোলি-কাইয়ারি ও ইন্টার মিলান-কোমো ম্যাচ দুটি। আগে এই ম্যাচ দুটি রবিবার (২৫ মে) হওয়ার কথা ছিল।
বর্তমান লিগ টেবিলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি, আর ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান। এই দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১, ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে জয়ী দলই সিরি আর চ্যাম্পিয়ন হবে।
নাপোলি যদি কাইয়ারিকে হারাতে পারে, তাহলে কোনো হিসেব ছাড়াই শিরোপা পুনরুদ্ধার করবে তারা। তবে হারলেও ইন্টার যদি কোমোর বিপক্ষে হেরে যায়, তাহলে নাপোলির শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে। অন্যদিকে, ইন্টারকে শিরোপা ধরে রাখতে হলে নিজেদের ম্যাচ জিততে হবে এবং নাপোলির ম্যাচের ফলাফল তাদের অনুকূলে আসতে হবে।
যদি দুই দলই ড্র করে, তাহলে পয়েন্ট সমান হবে এবং শিরোপার জন্য প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই প্লে-অফ ম্যাচটি হতে পারে আগামী ২৬ মে।
উল্লেখ্য, আগামী ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান।
বিডি প্রতিদিন/মুসা