পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র পেয়েছেন তার প্রথম আন্তর্জাতিক শিরোপা। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ব্লাতকো মার্কোভিচ অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে রবিবার স্বাগতিক ক্রোয়েশিয়াকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে পর্তুগাল।
প্রথম তিন ম্যাচে খুব বেশি উজ্জ্বল না হলেও, ফাইনালের মঞ্চে সেরাটা উপহার দেন রোনালদো জুনিয়র। তিনি দুটি গোল করেন, প্রথমটি আসে ১৩ মিনিটে বক্সের ভেতর থেকে কঠিন কোণ থেকে। গোলের পর বাবার মতোই তার বিখ্যাত ‘Siuuu’ উদযাপন করেন। দ্বিতীয় গোলটি করেন প্রথমার্ধের শেষ দিকে হেড দিয়ে।
রোনালদো জুনিয়রের জন্য এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক শিরোপা এবং পর্তুগালের হয়ে প্রথম গোল। শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর, পর্তুগাল ফুটবল ফেডারেশন সামাজিক মাধ্যমে রোনালদো জুনিয়রের গোলের ভিডিও ক্লিপ শেয়ার করে, ক্যাপশন দেয়, 'পর্তুগালের হয়ে ক্রিুস্টয়ানো রোনালদো জুনিয়রের প্রথম Siuuu…।'
বিডি প্রতিদিন/মুসা