আইপিএলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লখনৌ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ রাঠিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই। তার বিরুদ্ধে উঠেছে নিয়মভঙ্গ ও বারবার সতর্কতা উপেক্ষা করার অভিযোগ। একইসঙ্গে, আরও একবার তিনি জরিমানার মুখেও পড়তে পারেন।
সোমবার অনুষ্ঠিত লখনৌ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে হায়দরাবাদের ব্যাটার অভিষেক শর্মাকে আউট করার পর দিগ্বেশ বিতর্কিত নোটবুক সেলিব্রেশন করেন এবং হাত নেড়ে কিছু ইঙ্গিত দেন। এই আচরণকে কেন্দ্র করে মাঠেই তর্ক শুরু হয় অভিষেক ও দিগ্বেশের মধ্যে। আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
দিগ্বেশ রাঠিকে ইতিমধ্যেই একাধিকবার নোটবুক সেলিব্রেশনের জন্য সতর্ক করা হয়েছিল। তবুও তিনি বারবার একই আচরণ করে যাচ্ছেন। সূত্র জানায়, এই নিয়ে চলতি আইপিএলে তৃতীয়বারের মতো আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি।
সোমবারের ঘটনায় আরও দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে ৫। আর আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট পাঁচে পৌঁছালে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।
ফলে লখনৌ সুপার জায়ান্টসের পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামতে পারবেন না দিগ্বেশ রাঠি।
ঘটনাটি ঘটে ম্যাচের অষ্টম ওভারে, হায়দরাবাদের অভিষেক শর্মাকে ওভারের তৃতীয় বলে আউট করেন দিগ্বেশ। অভিষেক মাঠ ছাড়ার সময় দিগ্বেশ হাত নেড়ে কিছু ইঙ্গিত দেন এবং একইসঙ্গে নোটবুক সেলিব্রেশন করেন, যা ক্রিকেটীয় আচরণের পরিপন্থী হিসেবে ধরা হয়। এতে ক্ষিপ্ত হন অভিষেক, এবং উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। পরে আম্পায়াররা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
বিডি প্রতিদিন/মুসা