গতকাল ২০২৫ আইপিএল আসরে নিজের শেষ ম্যাচটা খেলতে নেমে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন বৈভব সূর্যবংশী। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে শেষটা বেশ ভালোভাবেই করেছেন তিনি। ৪টি করে চার ও ছক্কায় রাজস্থান রয়্যালসকে উপহার দিয়েছেন ৩৩ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস।
ওই ৪ ছক্কায় শেষটি মেরেই সূর্যবংশী আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গড়েন নতুন রেকর্ড। আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ২৪টি ছক্কা মারলেন তিনি, যা এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।
২০১৭ আসরে ঋষভ পন্তও ২৪টি ছক্কা মেরেছিলেন। সেই সময় পন্তের বয়স ছিল ১৯ বছর ৭ মাস। সূর্যবংশী মাত্র ১৪ বছর ১ মাস বয়সেই পন্তকে ছুঁয়ে ফেললেন। কিন্তু এককভাবে রেকর্ডটা নিজের করে নিতে পারবেন না তিনি। কারণ, এই ম্যাচটিই যে এবারের মৌসুমে রাজস্থান রয়্যালসের শেষ ম্যাচ ছিল! প্লে–অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়া রাজস্থান অবশ্য শেষটা দারুণভাবে রাঙিয়ে রাখল। চেন্নাইকে উড়িয়ে দিল ৬ উইকেটে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৮৭ রান করেছিল চেন্নাই। জবাবে সূর্যবংশী, জয়সোয়াল, জুরেলদের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭ বল বাকি রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে রাজস্থান।
লিগ পর্বের ১৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল রাজস্থান। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান নয় নম্বরে। রাজস্থানের মতো চেন্নাইও প্লে–অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়েছে। দশ দলের টুর্নামেন্টে ধোনির দল আছে দশ নম্বরে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ