ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর শেষ পর্বে এসে বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হলেও যাতে সমর্থকেরা পুরো ম্যাচ উপভোগ করতে পারেন, সে উদ্দেশ্যে সময়সীমা বাড়িয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে।
আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। এর মধ্যে বেশ কয়েকটি রাজ্যে বর্ষা প্রবেশ করবে বা ইতোমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে ২০ ওভারের পূর্ণ ম্যাচ আয়োজনের জন্য আগের ৬০ মিনিটের পরিবর্তে এখন থেকে ১২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে।
এছাড়া, ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের শেষ সময়সীমাও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আগে রাত ১০টা ৫৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করা যেত, এখন তা বাড়িয়ে করা হয়েছে রাত ১১টা ৫৬ মিনিট।
দুপুরের ম্যাচগুলোর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। দুপুরের ম্যাচগুলো শুরু হতে পারবে সর্বোচ্চ বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু হতে পারবে সর্বোচ্চ সন্ধ্যা ৬টা ৫৬ মিনিট পর্যন্ত।
এই নিয়ম কেবলমাত্র আবহাওয়ার কারণে খেলা দেরি হলে প্রয়োগ হবে এবং লিগের বাকি ম্যাচ ছাড়াও প্লে-অফ পর্বেও তা প্রযোজ্য হবে। ইতোমধ্যেই বৃষ্টির কারণে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ লখনৌয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়াও প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যুতেও পরিবর্তন এনেছে বিসিসিআই।
নতুন সূচি অনুযায়ী— কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে মুল্লানপুরে (হায়দরাবাদের বদলে)। কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমদাবাদে।
বিডি প্রতিদিন/মুসা