গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ২০২৫-এর দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী ১০ জুলাই। বুধবার টুর্নামেন্ট কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে আসন্ন টুর্নামেন্টের সময়সূচী প্রকাশ করেছে। এবারের আসরটি ১৮ জুলাই পর্যন্ত চলবে, এবং সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামে।
গতবারের মতো এবারও পাঁচটি দল অংশগ্রহণ করছে। তবে কিছু পরিবর্তন এসেছে দলগুলোতে। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং প্রথম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশি দল রংপুর রাইডার্স থাকলেও, এবার নতুন দল হিসেবে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্যাগসএবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।
জিএসএলের প্রথম আসরটি হয়েছিল ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে। ফাইনালে ইংলিশ ক্লাব ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জেতে রংপুর রাইডার্স। এবারের আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামছে তারা, এবং পুরস্কারের অর্থও বাড়ানো হয়েছে। চ্যাম্পিয়ন দল এবার পাবে ১০ লাখ মার্কিন ডলার।
রংপুর রাইডার্স টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে। ১০ জুলাই, দিনটি শুরু হবে তাদের ম্যাচ দিয়ে, যেখানে তারা মুখোমুখি হবে স্বাগতিক গায়ানার। ওই ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুলাই তাদের প্রতিপক্ষ হবে হোবার্ট হারিকেন্স (রাত ৮টা), ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস (রাত ৮টা) এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে ১৭ জুলাই সেন্ট্রাল স্ট্যাগস এর বিরুদ্ধে (রাত ৮টা)।
বিডি প্রতিদিন/মুসা