জ্যাক কালিসের সঙ্গে দুই ভারতীয় কিংবদন্তিকে পেছনে ফেললেন জো রুট। টেস্টে দ্রুততম ১৩ হাজার রানের কীর্তিতে তাদেরকে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি।
দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক গড়তে রুটের লেগেছে ১৫৩ টেস্ট। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্যালিসের (১৩২৮৯)। ১৫৯ টেস্টে করেছিলেন এই অলরাউন্ডার। ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়ের (১৩২৮৮) লেগেছিল ১৬০। আর ক্রিকেটের আদি সংস্করণের সর্বোচ্চ রানের মালিক শচীনের (১৫৯২১) লেগেছিল ১৬৩ টেস্ট।
১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ২৮ রান প্রয়োজন ছিল রুটের। জিম্বাবুয়ের বিপক্ষে নটিংহাম টেস্টে ৩৪ রানে আউট হওয়ার আগে কীর্তিটা গড়েন তিনি। বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। বর্তমানে তার রান সংখ্যা ১৩০০৬। এই চার জনের বাইরে এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং (১৩৩৭৮)।
রুটের কীর্তি গড়ার দিনে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ২২ বছর পর দুই দল প্রথম টেস্ট খেলছে। আগে ব্যাট করে প্রথম দিনি শেষে ৩ উইকেটে ৪৯৮ রান করেছে বেন স্টোকসের দল। সেঞ্চুরি করেছেন টপ অর্ডারের তিন ব্যাটারই। ওলি পোপের ১৬৯ রানের বিপরীতে সেঞ্চুরি করেছেন জ্যাক ক্রলি (১২৪) ও বেন ডাকেট (১৪০)।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ