বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দলের কোচিং স্টাফে রদবদল এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ এক বিজ্ঞপ্তিতে তারা নতুন কোচিং স্টাফ ও দল ঘোষণা করে।
নিউজিল্যান্ডের মাইক হেসনকে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তান দলের নতুন হেড কোচ হিসেবে, যিনি সদ্য বিদায়ী আকিব জাভেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার পাকিস্তান দলের সাদা বল ফরম্যাটের কোচিং অধ্যায়।
আগের মেয়াদে বোলিং কোচের দায়িত্ব পালন করা আজহার মাহমুদ পাকিস্তানের নতুন কোচিং প্যানেলে জায়গা পাননি। সম্প্রতি তিনি প্রধান কোচের জন্য আবেদন করেছিলেন। তার জায়গায় নতুন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি নফকে। এছাড়া নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হানিফ মালিক।
শুধু নতুন প্রধান কোচ, বোলিং কোচ কিংবা ব্যাটিং কোচ নয়, পুরো কোচিং স্টাফেই পরিবর্তন এনেছে পাকিস্তান। নতুন সহকারী স্টাফদের মধ্যে আছেন মোহাম্মদ মাসরুর (ফিল্ডিং কোচ), ক্লিফ ডিকন (ফিজিওথেরাপিস্ট) এবং ইমরানউল্লাহ (স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ)। এ ছাড়াও থাকবেন টিম অ্যানালিস্ট, ডাক্তার, সিকিউরিটি ম্যানেজার, মাসেজার ও মিডিয়া ম্যানেজার।
তিন ম্যাচের সিরিজটি সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সূচি অনুযায়ী প্রথম টি-টোয়েন্টি ২৮ মে (বুধবার), দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে (শুক্রবার) ও তৃতীয় টি-টোয়েন্টি ১ জুন (রবিবার)। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা থেকে।
এদিকে, পিসিবি ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পাননি পাকিস্তানের তিন বড় তারকা- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। দলটির নেতৃত্বে আছেন সালমান আলি আগা, সহ-অধিনায়ক শাদাব খান।
বিডি প্রতিদিন/এমআই