আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই। সেই টুর্নামেন্টের আগে ৩১ মে ও ৩ জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
এই টুর্নামেন্টকে সামনে রেখে রবিবার পিটার বাটলার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। চূড়ান্ত দলে আছেন তিন নতুন মুখ। এ ছাড়াও আছেন ৯ জন ‘বিদ্রোহী’ খেলোয়াড়। দলে ডাক পাননি সাবিনা খাতুন-কৃষ্ণার মত অভিজ্ঞ ফুটবলাররা।
২৩ সদস্যের দলে ডাক পাওয়া ৯ বিদ্রোহী ফুটবলার হলেন-রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকা।
৩১ মে ইন্দোনেশিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে ম্যাচটি খেলবে ৩ জুন।
এর আগে, গত ৩১ জানুয়ারি কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের ডাক দিয়েছিলেন ১৮ ফুটবলার। তবে ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহের অবসান ঘটান তারা। কিন্তু দলে জায়গা মেলেনি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাসুরা পারভীনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের।
২৩ জনের দলে নতুন মুখ তিনজন। তারা হলেন-গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালি, ফরোয়ার্ড উমহেলা মারমা ও মিডফিল্ডার শান্তি মার্দি।
সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত সফরের স্কোয়াডে থাকা ১১ জনকে এই জর্ডান টুর্নামেন্টের দলে রেখেছেন কোচ। তারা হলেন- আফঈদা খন্দকার (অধিনায়ক), মেঘলা রানী, জয়নব বিবি, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা ও নবীরণ খাতুন। আগামীকাল সকাল ১০টায় জর্ডানের বিমান ধরবেন পিটার বাটলারের শিষ্যরা।
২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলকিপার : রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার
ডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি
মিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি
ফরোয়ার্ড : ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমহেলা মারমা।
বিডি প্রতিদিন/এমআই