প্লে-অফে ওঠার লড়াই শেষ হয়ে গেছে আগেই, কিন্তু মর্যাদার লড়াইয়ে পিছিয়ে থাকেনি সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবার (২৫ মে) কলকাতা নাইট রাইডার্সকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের অন্যতম বড় জয় তুলে নিয়েছে তারা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। শুরুটা করেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। উদ্বোধনী জুটিতে মাত্র ৮ ওভারে আসে ৯২ রান। ১৬ বলে ৩২ রান করে অভিষেক ফিরলেও, হেড খেলেন ৪০ বলে ৭৬ রানের ইনিংস।
তবে আসল খেলা দেখান হাইনরিখ ক্লাসেন। কলকাতার বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র ৩৯ বলে তুলে নেন সেঞ্চুরি, শেষ পর্যন্ত ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে ৬ বলে ১২ রান যোগ করেন অনিকেত ভার্মা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৭৮ রান, যা আইপিএলের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। কলকাতার হয়ে ২ উইকেট নেন সুনীল নারিন, ১ উইকেট পান বৈভব অরোরা।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুর কিছুটা লড়াই দেখায় কলকাতা। ডি কক ও নারিন উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৭ রান। ১৬ বলে ৩১ রান করে নারিন আউট হলে ছন্দপতন ঘটে। এরপর একে একে ফিরে যান আজিঙ্কা রাহানে (১৫), ডি কক (৯), রাঘুবংশী (১৪), মানিশ পান্ডে (৩৭), রামানদীপ সিং (১৩) ও হার্শিত রানা (৩৪)। বাকি কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স ছিল আন্দ্রে রাসেল ও বৈভব অরোরার, দুজনেই ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। ১৮.৪ ওভারে ১৬৮ রানে গুটিয়ে যায় কলকাতার ইনিংস।
হায়দরাবাদের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন এহসান মালিঙ্গা, জয়দেব উনাদকাট ও হার্স দুবে। তিনজনই নিয়েছেন ৩টি করে উইকেট।
বিডি প্রতিদিন/মুসা