ব্রাজিলের ফুটবলে শুরু হচ্ছে একটি নতুন অধ্যায়। দেশের শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ (ব্রাজিল ফুটবল ফেডারেশন) পেয়েছে নতুন প্রেসিডেন্ট। আর জাতীয় দলের দায়িত্ব নিতে এরই মধ্যে ব্রাজিলে অবস্থান করছেন বিশ্বখ্যাত কোচ কার্লো আনচেলত্তি।
সাম্প্রতিক জটিলতা কাটিয়ে স্থিতিশীলতা ফিরেছে সিবিএফে। দুর্নীতির অভিযোগে সাবেক সভাপতি এদনালদো রদ্রিগেজ গত ১৬ মে রিও ডি জেনেইরোর এক আদালতের রায়ে পদচ্যুত হন। এর আগে ২০২৩ সালেও তাকে একবার সরিয়ে দেওয়া হয়েছিল। একইসঙ্গে বোর্ডের আরও কয়েকজন সদস্যও অপসারিত হন। তখন আদালতের নির্দেশে ফার্নান্দো সারনি দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে।
সব জটিলতার অবসান ঘটিয়ে সামির জাউদ এখন নির্বাচিত হয়েছেন সিবিএফের স্থায়ী প্রেসিডেন্ট হিসেবে। ব্রাজিলের রোরাইমা রাজ্যের ফুটবল ফেডারেশনের সাবেক এই প্রধান ১৪৩ ভোটের মধ্যে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সামির বলেন,'আমরা সিবিএফে একটি নতুন যুগের সূচনা করেছি। আধুনিকীকরণ ও খেলাধুলার পূর্ণ বিকাশই হবে আমাদের প্রশাসনের মূল বৈশিষ্ট্য।'
৪১ বছর বয়সী সামিরের জন্ম রোরাইমার বোয়া ভিস্তায়। তরুণ বয়সে তিনি অ্যাটলেটিকো রোরাইমার গোলরক্ষ ছিলেন। পরে ফুটবল ছাড়িয়ে মনোযোগ দেন শিক্ষায় ও পেশাগত জীবনে। তিনি একজন চিকিৎসক, পাশাপাশি ব্যবসা খাতেও রয়েছে তার সরব উপস্থিতি।
বিডি প্রতিদিন/মুসা