ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা, কিন্তু মাঝে মাঝে কিছু ঘটনা সত্যিই সব কল্পনার গণ্ডি পেরিয়ে যায়। এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে। যেখানে একটি দল মাত্র ২ রানে অলআউট হয়ে গেছে এবং ম্যাচ হেরেছে ৪২৪ রানে।
ঘটনাটি ঘটেছে ২৪ মে, নর্থ লন্ডন সিসি ও রিচমন্ড সিসি-র মধ্যকার ম্যাচে। মিডলসেক্স কাউন্টি লিগ তৃতীয় স্তরের ঘরোয়া লিগ হলেও, এমন নজিরবিহীন স্কোরের জন্য এই ম্যাচ এখন শিরোনামে।
প্রথমে ব্যাট করে নর্থ লন্ডন সিসি ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪২৬ রান। দলের পক্ষে ড্যান সিমন্স একাই করেন ১৪০ রান। পাহাড়সম এই লক্ষ্য তাড়া করতে নেমে রিচমন্ড সিসির অবস্থা হয় বিপর্যস্ত।
মাত্র ৩৪ বলেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৫.৪ ওভার ব্যাট করেই ১০ উইকেট হারিয়ে রিচমন্ডের ইনিংস থামে মাত্র ২ রানে। দলের আট ব্যাটার কোনও রানই করতে পারেননি, মাত্র দু'জন করেন ১ রান করে।
এই অবিশ্বাস্য ভরাডুবি ভেঙে দেয় প্রায় ২০০ বছর পুরনো রেকর্ড। ক্রিকেট ইতিহাসে একদিনের ম্যাচে এত কম রানে অলআউট হওয়ার ঘটনা আর দেখা যায়নি। এর আগে, ১৮১০ সালে 'দ্য বিস' নামের একটি দল ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৬ রানে অলআউট হয়েছিল। ১৮৭৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে গুটিয়ে গিয়েছিল ১২ রানে।।
বিডি প্রতিদিন/মুসা