ফরাসি ওপেনে দ্বিতীয় দিনের খেলায় রাফায়েল নাদালের আবেগঘন বিদায়ের রেশ কাটিয়ে ফের মন টেনিসে দিলেন দর্শকরা। সোমবার পুরুষ ও মহিলা সিঙ্গলসে একাধিক তারকা খেলোয়াড় সহজ জয় তুলে নিলেও, প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন কিছু চমকে দেওয়া নাম।
পুরুষ বিভাগে দুই নম্বর বাছাই স্প্যানিশ তারকা কার্লোস আলকারাস সরাসরি সেটে (৬–৩, ৬–৪, ৬–২) হারালেন ইতালির জিউলিও জেপ্পিয়েরিকে। যদিও জয় সহজে এলেও সার্ভিসে কিছুটা অস্থিরতা দেখা গিয়েছে আলকারাসের, চারটি ডাবল ফল্ট করেন এবং প্রথম সার্ভ খুব একটা নির্ভরযোগ্য ছিল না।
মেয়েদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন পোলিশ তারকা ইগা স্বিয়নতেকও শুরুটা করলেন দারুণভাবে। ৬–৩, ৬–৩ ফলে হারালেন স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভাকে। চলতি বছর তিনি পঞ্চম বাছাই হিসেবে খেলছেন, কারণ গত এক বছরে তাঁর পারফরম্যান্স কিছুটা নড়বড়ে ছিল।
অন্যদিকে, প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন একাধিক বড় নাম। মহিলাদের মধ্যে জাপানি তারকা নাওমি ওসাকাকে ৬–৭, ৬–১, ৬–৪ ফলে হারালেন দশ নম্বর বাছাই পাওলা বাদোসা। পুরুষদের বিভাগে অভিজ্ঞ স্তানিস্লাস ওয়ারিঙ্কাকে স্ট্রেট সেটে হারিয়ে চমক দিলেন ব্রিটেনের জেকব ফার্নলি (৭–৬, ৬–৩, ৬–২)।
চার নম্বর বাছাই টেলর ফ্রিৎজও প্রথম রাউন্ডে হেরে বিদায় নিলেন। তাঁকে চার সেটে হারিয়েছেন ড্যানিয়েল আল্টমাইয়ার।
এছাড়াও, দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ক্যাস্পার রুড, হোলগার রুনে, সেবাস্তিয়ান কোর্দা, আলেক্সেই পপিরিন, বেন শেল্টন ও নুনো বোর্জেস। মহিলাদের বিভাগে জয় পেয়েছেন এমা রাদুকানু, এলেনা রাইবাকিনা, ড্যানিয়েল কোলিন্স ও আইলা তোমলিয়ানোভিচ।
তবে এখনও রোলাঁ গারো ঘিরে আবেগপ্রবণ আবহে ভাসছে নাদালের বিদায়বেলায়। ‘লাল মাটির রাজা’র সম্মানে ফিলিপ শাত্রিয়ে কোর্টে বসানো হয়েছে তাঁর পায়ের ছাপের প্লাক। নাদাল নিজেও জানিয়েছেন, এটি স্থায়ীভাবে থেকে যাবে জেনে তিনি আবেগ সামলাতে পারেননি। নোভাক জকোভিচ বলেছেন, “রাফার বিদায়ের সঙ্গে আমার ক্যারিয়ারের অর্ধেক যেন শেষ হয়ে গেল।”
২০ বছরের দীর্ঘ ফরাসি ওপেন সফরের শেষে আবেগে ভেসেছেন নাদাল, আর তাঁর ছায়াতেই যেন ঘুরছে এ বছরের রোলাঁ গারো।
বিডি প্রতিদিন/মুসা