১১ বছরের অপেক্ষার অবসান। অবশেষে আইপিএল লিগ পর্যায়ে প্রথম দুইয়ে জায়গা করে নিল পাঞ্জাব কিংস। সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল দলটি। ম্যাচের পর অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানালেন সাফল্যের মূল রহস্য এবং প্রশংসা করলেন দলের পর্দার আড়ালে থাকা কারিগরদের।
শ্রেয়াস বলেন, “দলের প্রত্যেকে সঠিক সময়ে নিজেদের দায়িত্ব পালন করেছে। আমরা একটাই মানসিকতা নিয়ে মাঠে নামি, যে কোনো পরিস্থিতিতে জয় ছিনিয়ে আনতে হবে। এই মনোভাবই আমাদের এগিয়ে দিয়েছে। সকলকেই কৃতিত্ব দিতে হয়। রিকি পন্টিং দুর্দান্তভাবে দলকে গড়ে তুলেছেন এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছেন।”
দিল্লি ক্যাপিটালসে একসময় পন্টিং-শ্রেয়াস জুটি সফল হয়েছিল। এবার পাঞ্জাবে সেই পুরোনো জুটি আবার একসঙ্গে কাজ করছে। কেকেআরের হয়ে শ্রেয়াস আইপিএল জিতলেও পরে তাঁকে দলে রাখা হয়নি। তবে পন্টিংয়ের সঙ্গে নতুনভাবে পথচলা শুরু করে আবারো নেতৃত্বে ফিরেছেন তিনি।
শ্রেয়াস আরও জানান, “পন্টিং আমাকে মাঠে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সুযোগ দেয়। আমি যেটা বিশ্বাস করি, সেটাই করতে পারি, এই স্বাধীনতাটা আমার খুব ভাল লাগে। এটাই আমাদের দলের অন্যতম বড় শক্তি।”
এই ঐতিহাসিক সাফল্যের পর পঞ্জাব কিংস কোয়ালিফায়ার ১-এ খেলবে গুজরাট টাইটান্স বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/মুসা