সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে রেকর্ড পরিমাণ ২০০ মিলিয়ন ডলার বার্ষিক চুক্তির মেয়াদ শেষের পথে। এর মধ্যেই আন্তর্জাতিক বিরতির পর নতুন ক্লাবে পাড়ি জমানোর ইঙ্গিত দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
সৌদি প্রো লিগের শেষ ম্যাচে গোল করার পরেই রোনালদো একটি রহস্যময় সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে লেখেন, “This chapter is over” অর্থাৎ “এই অধ্যায় শেষ।” এই পোস্ট থেকেই অনেকটাই নিশ্চিত হয়ে গেছে, ৪০ বছর বয়সী রোনালদো সৌদি আরবে তার অধ্যায়ের ইতি টানছেন।
তবে ফুটবল থেকে বিদায় নয়। এখনও পেশাদার পর্যায়ে খেলে যেতে চান এই গোল মেশিন। কিন্তু প্রশ্ন উঠেছে— রোনালদোর পরবর্তী গন্তব্য কোথায়?
টপ ইউরোপিয়ান ক্লাবে ফেরা প্রায় অসম্ভব বলেই ধরা হচ্ছে। তবে আলোচনায় আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও রোনালদোর ছেলেবেলার ক্লাব স্পোর্টিং সিপিতে রূপকথার মতো ফেরা।
এছাড়াও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে এমন ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি ক্লাবও রোনালদোকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে।
ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ নিকোলো স্কিরা -এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, মেক্সিকোর ক্লাব 'মন্তেররে' রোনালদোকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। আলোচনাটি এগিয়ে নিচ্ছেন রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু সার্জিও রামোস।
সান্তিয়াগো বার্নাব্যুতে একসঙ্গে নয় বছর খেলেছেন রোনালদো ও রামোস। এই সময়ের মধ্যে দুজনে একসঙ্গে জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা।
আল-নাসরের হয়ে ১১১ ম্যাচে ৯৯ গোল করা রোনালদো এখনও নিজের লক্ষ্য ১০০০ গোল থেকে কিছুটা দূরে, বর্তমানে তার গোল সংখ্যা প্রায় ৯৪০। এখন তার লক্ষ্য ৪ জুন জার্মানির বিপক্ষে ন্যাশনস লিগ সেমিফাইনাল। এরপরেই নিজের ভবিষ্যৎ ক্লাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা