সামনে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেইসব টুর্নামেন্টে ভালো করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল। সেই লক্ষ্যেই নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। দুই মাসের চুক্তিতে বাংলাদেশ দলের দায়িত্বে আসছেন থাইল্যান্ডের সাবেক জাতীয় খেলোয়াড় পাত্তারাতর্ন পাসারা।
২৫ বছর বয়সী পাসারা ২০২২ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের হয়ে পুরুষদের দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন। যদিও আপাতত স্বল্পমেয়াদি চুক্তি, তবে পারফরম্যান্স ভালো হলে মেয়াদ বাড়তে পারে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুট সনেট।
তিনি বলেন, 'আমরা শুরুতে চীনা কোচ আনার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই থাইল্যান্ড থেকে কোচ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সবচেয়ে প্রতিশ্রুতিশীল কয়েকজন খেলোয়াড় সরাসরি এই কোচের অধীনে অনুশীলন করবে। অন্যরা স্থানীয় কোচদের সঙ্গে প্রস্তুতি চালিয়ে যাবে।'
পাসারার কোচিং অধ্যায় শুরু হবে আগামী অক্টোবর থেকে। প্রথম মিশন বাহরাইনে তৃতীয় ইয়ুথ গেমস। এরপর নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে দক্ষিণ এশিয়ান গেমসেও থাকবে তার দায়িত্ব।
বিডি প্রতিদিন/মুসা