বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের অন্যতম বাজে অবস্থানে থেকে শেষ করেছে ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উঁচুতে অবস্থিত লা পাজের স্টেডিয়ামে খেলতে গিয়ে কেবল ম্যাচ হারেনি সেলেসাওরা, দলের অভ্যন্তরেও তৈরি হয়েছে অসন্তোষ।
বিশেষ করে ম্যাচের গুরুত্ব না থাকা সত্ত্বেও মাঠে নামানোয় ক্ষুব্ধ হয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এই তরুণ উইঙ্গার।
ম্যাচের প্রথমার্ধে যোগ করা সময়ে একটি বিতর্কিত পেনাল্টি থেকে বলিভিয়া গোল করলে পিছিয়ে পড়ে ব্রাজিল। এরপর ৬১তম মিনিটে রাফিনিয়াকে মাঠে নামান আনচেলত্তি। তবে ম্যাচের ফল পরিবর্তন হয়নি। বরং ক্লান্ত ও বিরক্ত হয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়ারিও স্পোর্টস জানিয়েছে, এই ম্যাচটি গুরুত্বহীন হওয়ায় রাফিনিয়া ধরে নিয়েছিলেন তাকে বিশ্রাম দেওয়া হবে। কারণ আনচেলত্তি রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও এদার মিলিতাওকে এই সফরেই অন্তর্ভুক্ত করেননি। অথচ রাফিনিয়াকে শুধু দলে রাখা নয়, দ্বিতীয়ার্ধে মাঠে নামানোও হয়।
উচ্চতার কারণে লা পাজে খেলতে গিয়ে সফরকারী দলগুলো সাধারণত শারীরিক সমস্যায় পড়ে। অক্সিজেন স্বল্পতায় শ্বাস নিতে কষ্ট হয়, ক্লান্তি দ্রুত আসে। এমন পরিবেশে ৩৫ মিনিট খেলে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন রাফিনিয়া।
ম্যাচ শেষে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা দল জেতার জন্য অন্য দলকে ১২ হাজার ফুট উঁচুতে খেলতে বাধ্য করছে এটা সত্যিই ক্ষতির কারণ। তারপরও আমরা ভালোভাবে সামলে নিচ্ছিলাম, কিন্তু রেফারির একটি পেনাল্টি সিদ্ধান্ত সবকিছু জটিল করে তোলে।”
এই হারে ব্রাজিল বাছাইপর্ব শেষ করেছে পঞ্চম অবস্থানে।
বিডি প্রতিদিন/মুসা