ডায়াবেটিস রোগীদের সাহায্যে কাজ শুরু করেছে টেক জায়ান্ট অ্যাপল। হায়ার করা হয়েছে ছোট একটি বায়োমেডিক্যাল দল। সিএনবিসি’র এক প্রতিবেদনে জানিয়েছে, এই দলটি এমন এক সেন্সর ডেভলপ করছে যা দিয়ে মানব দেহের ব্লাড সুগার ট্র্যাক করা যাবে।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপল প্রায় পাঁচ বছর যাবত এটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। অ্যাপলের ওই টিমে প্রায় ৩০ জনের মতো কর্মী রয়েছে। অ্যাপল ম্যাসিমো কর্পোরেশন, স্যানো, মেডট্রোনিক এবং সি৮ মেডিসেন্সরের মতো শীর্ষ বায়োমেডিক্যাল প্রতিষ্ঠানগুলো থেকে প্রকৌশলী নিয়োগ দিয়েছে এই টিমে। এই সেন্সর ত্বকের সংস্পর্শে এসে দেহের গ্লুকোজ লেভেল মনিটর করতে পারবে বলেও প্রতিবেদনে জানানো হয়।
এ প্রসঙ্গে বায়োমেডিক্যাল বিশেষজ্ঞ জন এল. স্মিথ বলেন, ত্বক ছিদ্র করে ব্লাড সুগার নির্ণয়ের পরিবর্তে উন্নয়নশীল প্রযুক্তি খুবই কঠিন একটি প্রক্রিয়া। তিনি বলেন, ‘আর এটি সবচেয়ে কঠিন প্রযুক্তিগত চ্যালেঞ্জ যা আমি আমার কর্মজীবনে সম্মুখীন হয়েছি।’
উল্লেখ্য, অ্যাপলের এই প্রযুক্তি কবে নাগাদ শেষ হতে পারে বা প্রতিষ্ঠানের কোনো ডিভাইসে এই প্রযুক্তি যুক্ত হতে পারে কিনা সে বিষয়টি পরিষ্কার নয়। তবে বাস্তবে এই প্রযুক্তি অ্যাপল পণ্যে যুক্ত হলে বাস্তবিকেই তা ডায়াবেটিস রোগীদের যথেষ্ট উপকারে আসবে।
সূত্র: সিএনবিসি