ভয়েস অ্যাসিটেন্ট অ্যালেক্সা ইকো'তে এবার টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত করল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সম্প্রতি এএফটিভি নিউজে নতুন এই ডিভাইসের এমনই ছবি ফাঁস হয়েছে।
নতুন এই ডিভাইসের কোডনেম দেয়া হয়েছে ‘নাইট’। ৭ ইঞ্চি ডিসপ্লে’র এই ফোনে আর কি কি থাকতে পারে তা নিয়ে কিছু জানা যায়নি। তবে ডিসপ্লে'র উপরে একটি ক্যামেরা দেখা গেছে। ফাঁস হওয়া তথ্যে আরও বলেছে এই ডিভাইসে কল করার সুবিধাও থাকতে পারে। এছাড়া, নতুন পণ্যটি কেনার জন্যও কিছু সুবিধা থাকতে পারে।
যদিও উন্মুক্তের দিন এখনও জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে চলতি মাসেই উন্মুক্ত হবে এই অ্যামাজন টাচস্ক্রিন ইকো। আর দাম ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: দ্য নেক্সট ওয়েব
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৭/ওয়াসিফ