নতুন ট্যাবলেট ডিভাইস নিয়ে কাজ করছে লেনোভো অধিকৃত মটোরলা। এমনটাই জানিয়েছে প্রযুক্তি ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ডিভাইসে থাকতে পারে নতুন ‘প্রোডাকটিভিটি ফিচার’ যা মানুষকে ডিভাইসটি কিনতে আগ্রহী করে তুলবে। তবে প্রতিবেদনে ট্যাবলেটি সর্ম্পকে বিস্তারিত কিছু বলা হয়নি।
নতুন এই ডিভাইসে ‘প্রোডাক্টিভিটি মোড’ নামের ফিচার থাকতে পারে বলে জানা গেছে। এই ফিচার ব্যবহারকারীকে নেভিগেশন বারে অ্যাপকে পিন করে রাখার সুবিধা দিবে এবং হোম স্ক্রিনে ফেরত না গিয়েই নেভিগেশন বার থেকে দুটিতে সুইচ করা যাবে। ফিচারটি অনেকটা গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের নেভিগেশন বারের মতো হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই ফিচারের দুটি অ্যাপ পাশাপাশি চালানো যাবে। আবার লং প্রেস করে অ্যাপ বন্ধ করেও দেয়া যাবে। ডিভাইসটি ৯ থেকে ১০ ইঞ্চি সাইজের হতে পারে বলে জানা গেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৭/ওয়াসিফ