হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করার তালিকায় শীর্ষে ভারত। সম্প্রতি ফেসবুক হোয়াটসঅ্যাপকে কিনে নেওয়ার ফলে এই সফটওয়্যারের ফিচারে এসেছে একাধিক নয়া আপডেট। ভিডিও কলিংয়ের ক্ষেত্রেও এসেছে বেশ কিছু নয়া ফিচার। আর সেই ভিডিও কলিংয়ের বিষয়েই বেশ কিছু মজাদার তথ্য পেশ করল সফটওয়্যারটি।
বিশেষ এক সমীক্ষা থেকে উঠে এসেছে বেশ কয়েকটি নয়া তথ্য। বিশ্বজুড়ে ৩৪০ মিলিয়ন মিনিটের ভিডিও কলিং হয় প্রত্যেকদিন। অর্থাৎ ব্যবহারকারীরা কমপক্ষে ৫৫ মিলিয়ন ভিডিও কল করে প্রতিদিন। এবারে ভারতের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, প্রতিদিন মোট ৫০ মিলিয়ন মিনিটের ভিডিও কল করে এই দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। প্রতি মাসে ২০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী এই অ্যাপটি ব্যবহার করে।
অ্যাপটিতে আসতে চলেছে আরও বেশ কিছু নয়া ফিচার। নয়া চ্যাট পিনিং ফিচারের মাধ্যমে একটি গ্রুপ চ্যাটেও প্রত্যেককে আলাদাভাবে রিপ্লাই করা যাবে। তবে এই বিশেষ ভার্ষনটি ২.১৭.১৬২ অথবা ২.১৭.১৬৩-তে এই নয়া আপডেটটি পাওয়া যাবে। যাতে একাধিক চ্যাটের মাঝে আপনি নির্দিষ্ট ব্যক্তিকে সঠিক রিপ্লাই দিতে পারেন। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি এই নয়া হোয়াটসঅ্যাপ ভার্সনে রয়েছে আরও একাধিক নয়া ফিচারের সম্ভার।
বিডি প্রতিদিন/ ০৯ মে ২০১৭/আরাফাত