দারুণ জনপ্রিয় ওয়ানপ্লাস-৫ ভক্তদের হাতে খুব শিগগিরই পৌঁছে যাবে। সম্প্রতি ওয়ানপ্লাস ঘোষণা দিয়েছে, এই গ্রীষ্মেই বাজারে আসবে জনপ্রিয় এই ফোনটি। এর আগে গুজব রটে, ওয়ানপ্লাস ৫-এ দেওয়া হবে ৬ জিবি র্যাম। কিন্তু সম্প্রতি এক স্ক্রিন শটে ফাঁস হয়েছে আরো চমকপ্রদ তথ্য। এবার নাকি ৮ জিবি র্যাম নিয়েই বাজারে আসবে ফোনটি!
চাইনিজ মাইক্রোব্লগিং সাইট উইবো-তে স্ক্রিনশট প্রকাশ পেয়েছে নয়া এই ফোনের। ওয়ানপ্লাস ৫ এর ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে ৮ জিবি র্যামের চম থাকছে। এটি চলবে হাইড্রোজেনওএস ভিত্তিক (অক্সিজেনওএস এর চাইনিজ সংস্করণ) অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগেটে। আগেই ফাঁস হয় যে, কোয়ালকমের একেবারে নতুন মডেলের স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি চিপসেট দেওয়া হবে। ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চি কোয়াড-এইচডি।
পেছনের ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের। সূত্র : ইন্টারনেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার