ভারতের আইটি সেবা প্রতিষ্ঠান ইনফোসিস লিমিটেডের মোট কর্মীসংখ্যা দুই লাখ। সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা আমেরিকার ১০ হাজার কর্মী নিয়োগ দেবে। আগামী দুই বছরে এসব কর্মী নিয়োগ দেবে ইনফোসিস।
শুধু কর্মী নিয়োগই নয় চলতি বছরের আগস্টে আমেরিকায় ইন্ডিয়ানা রাজ্যে নতুন একটি শাখা খুলছে প্রতিষ্ঠানটি। ইনফোসিসের প্রধান নির্বাহী ভিশাল সিক্কা বলেন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং নিয়ে কাজ করছি। আমেরিকা থেকে কর্মী নিয়োগ দেব এই বিষয়ে গবেষণার জন্য।
(ব্লুমবার্গ অবলম্বনে)
বিডি প্রতিদিন/৯ মে, ২০১৭/ফারজানা