চলতি বছরের প্রথম প্রান্তিকে পরিধেয় প্রযুক্তি পণ্য বাজারে শীর্ষে অবস্থান করছে টেক জায়ান্ট অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের এক প্রতিবেদনে দেখা গেছে, ফিটবিটকে ছাড়িয়ে গেছে অ্যাপল।
গবেষণায় দেখা গেছে, আপলের বর্তমানে ১৬ শতাংশ বাজার দখলে রয়েছে এবং এই প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৩৫ লাখ পরিধেয় পণ্য সরবরাহ করেছে। আর গত বছরের একই সময় প্রতিষ্ঠানটি সরবরাহ করেছিল ২২ লাখ ইউনিট পরিধেয় পণ্য। স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের নির্বাহী পরিচালক নেইল মস্টন বলেন, ‘অ্যাপল ওয়াচ সিরিজ ২’ উন্মোচনের পরই অ্যাপল পণ্যের বাজার বেড়েছে।
এদিকে, অন্যতম পরিধেয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিটবিটের এই প্রান্তিকে ২৯ লাখ ইউনিট পরিধেয় প্রযুক্তি পণ্য সরবরাহ করেছে। গত বছরের একই সময় এ সংখ্যা ছিল ৪৫ লাখ ইউনিট। অর্থাৎ, বার্ষিক হারে পরিধেয় প্রযুক্তি পণ্য সরবরাহ কমেছে ৩৬ শতাংশ।
উল্লেখ্য, স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তালিকায় ফিটবিটের অবস্থান তৃতীয়। দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চীনা ডিভাইস নির্মাতা শাওমি। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৩৪ লাখ ইউনিট পরিধেয় প্রযুক্তি পণ্য বিশ্বজুড়ে সরবরাহ করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৭/ওয়াসিফ