ভুয়া খবর শনাক্ত করতে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমকেই বেছে নিয়েছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটি সম্প্রতি দ্য টাইমস, দ্য গার্ডিয়ান ও ডেইলি টেলিগ্রাফে ভুয়া খবরবিরোধী বিজ্ঞাপন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
প্রকাশিত এই বিজ্ঞাপন অনুযায়ী মিথ্যা সংবাদ শনাক্তে ফেসবুকের দেওয়া ১০টি পরামর্শ হলো-
* শিরোনাম সন্দেহপ্রবণ কিনা দেখুন
* ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস ভালোভাবে দেখুন
* উৎস যাচাই করুন
* অস্বাভাবিক কোনো ফরম্যাটিং হয়েছে কিনা দেখুন
* ছবিগুলো বিবেচনা করুন
* তারিখ দেখুন
* প্রমাণ যাচাই করুন
* অন্যান্য প্রতিবেদনগুলোও দেখুন
* প্রতিবেদনটি কোনো কৌতুক কিনা?
* কিছু প্রতিবেদন ইচ্ছাকৃতভাবেই মিথ্যা (ব্যাঙ্গাত্মক)
উল্লেখ্য, যুক্তরাজ্যে রাজনৈতিক চাপে রয়েছে ফেসবুক। ৮ জুন যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ নির্বাচনে ভুয়া খবরের প্রভাব নিয়ে শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকে বিস্তার করা ভুয়া খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন ও ব্রিটেনের গণভোটে নেতিবাচক প্রভাব ফেলতে ভূমিকা রেখেছে। যুক্তরাজ্যের নির্বাচনে এমনটি হতে পারে বলে ধারণা করছেন তারা।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৭/ওয়াসিফ