বাজার মূলধন ৮০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে টেক জায়ান্ট অ্যাপল। ৮ মে সোমবারের আগে অ্যাপলের প্রতি শেয়ার ১৫৩ ডলার ৪৪ সেন্ট দরে বিক্রি হয়। ফলে বাজার মূলধনের দিক থেকে অ্যাপলই এখন বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান।
এদিকে, শীর্ষস্থানীয় বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের মন্তব্য সোমবার অ্যাপলের শেয়ারদর বৃদ্ধিতে সহায়তা করেছে বলে সিএনবিসি'র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে অ্যাপলের প্রশংসা করে আইফোনকে ‘খুবই মূল্যবান পণ্য’ হিসেবে উল্লেখ করেন বাফেট।
অন্যদিকে, গত সপ্তাহে অ্যাপল তাদের আর্থিক খতিয়ান প্রকাশ করে। সেখানে প্রতিষ্ঠানটির মিশ্র আয়ের চিত্র দেখা গেছে। হিসাবে দেখা গেছে, ধারণার তুলনায় অনেক কম সংখ্যক আইফোন বিক্রি হয়েছে।
সিএনবিসি প্রকাশিত তথ্যমতে, প্রতিষ্ঠানের অংশীদারদের হাতে এখন মোট ৫২১ কোটি ৪০ লাখ শেয়ার রয়েছে। সোমবারের লেনদেনে দেখা গেছে, অ্যাপলের শেয়ারদর ২.৭ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ার ১৫৩ ডলার ৭০ সেন্টে বিক্রি হয়। যার ফলে অ্যাপলের মোট বাজার মূলধন ৮০ হাজার কোটি ডলার অতিক্রম করেছে।
সূত্র: সিএনবিসি
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/ওয়াসিফ