সোলার ছাদের জন্য অর্ডার নিতে শুরু করেছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এ ব্যাপারে ১০ মে বুধবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা সোলার ছাদের জন্য এক হাজার ডলার আমানত গ্রহণ করেছে।
টেসলার পক্ষ থেকে আরও জানানো হয়, বাড়ির এই সোলার টাইলস এর জন্য খরচ হবে ৭৫ হাজার মার্কিন ডলারের বেশি। আর এই টাইলসের ওয়ারেন্টি ৩০ বছর পর্যন্ত। চলতি বছরে শুধু দুটি ডিজাইনের সোলার টাইলস পাওয়া যাবে এবং অতিরিক্ত আরও দুটি ডিজাইন ২০১৮ সাল নাগাদ পাওয়া যাবে জানিয়েছে টেসলা।
প্রসঙ্গত, গতানুগতিক ছাদের টাইলসের চেয়ে আলাদা এই সোলার টাইলস। এই সোলার টাইলসের সবগুলই দেখতে একই রকম। কিন্তু এর মধ্যে থেকে কিছু টাইলস সূর্য থেকে শক্তি জমা করবে। মাস্কের হিসেব মতে অধিকাংশ ঘর ৪০ শতাংশ সক্রিয় সৌর কোষ জোগান দিতে পারবে যা খরচ কমাতে সাহায্য করবে। তবে যেসব গ্রাহকরা এক বা একাধিক বৈদ্যুতিক গাড়ির চার্জ করবেন এখান থেকে তাদের অতিরিক্ত সৌরশক্তির প্রয়োজন পড়বে।
সূত্র: সিএনএন
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৭/ওয়াসিফ