ভিআর গেম স্টুডিও ‘আউলকেমি ল্যাবস’ অধিগ্রহণ করেছে সার্চ জায়ান্ট গুগল। এই গেম স্টুডিওটি জনপ্রিয় ‘রিক এন্ড মর্টি’ সিমুলেটরের পেছনের প্রতিষ্ঠান।
এ ব্যাপারে অস্টিন ভিত্তিক এই প্রতিষ্ঠানের দলটি এক ব্লগ পোস্টে জানিয়েছে ‘আউলকেমি ল্যাবস’ এখন থেকে গুগলের অধীনে কাজ করবে। এবং এই দিনটিকে তাদের জন্য অনেক বড় আনন্দের বলেও জানায় তারা।
এর আগে, আউলকেমি ল্যাবস ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এবং কোয়ালকম ভেঞ্চার, এইচটিসি, ক্লোপল ভিআর এবং ভেঞ্চার রিয়েলিটি ফান্ড থেকে ৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে। গুগলের নির্দেশে এই গেম স্টুডিওটি এইচটিসি ভাইভ, পিএস ভিআর এবং অকুলাস রিফট এর জন্য কনটেন্ট বানাবে।
এছাড়া, গুগলের ভিআর এবং এআর ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক রেলজা মার্কোভিক এক ব্লগ পোস্টে, ভিআর স্টুডিও এর সাথে তাদের কাজের বিস্তারিত তুলে ধরেন এবং ভালো ভিআর অভিজ্ঞতা দেওয়ার জন্য নতুন নতুন ভিআর কনটেন্ট ডেভেলপ করার কথা জানান।
সূত্র: টেক ক্রাঞ্চ
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৭/ওয়াসিফ