অ্যাপেল ব্যবহারকারীরা এনার গলা সকলেই শুনেছেন। কিন্তু এর আসল পরিচয়টা ঠিক কি? সেটি অনেকেই জানেন না৷ বিশ্বের সমস্ত তথ্যই এর নখদর্পনে। অনেকেই হয়তো ভাবতেন বিষয়টি পুরোটাই তথ্যপ্রযুক্তির ব্যাপার। কিন্তু আসল ঘটনাটি কিন্তু তা নয়৷ অ্যাপেলের ওপারে থাকা ওই মহিলাটির নাম হল সিরি (siri)৷ আবহাওয়া থেকে শুরু করে আপনার জীবনের ভুত-ভবিষ্যত বলে দিতে পারে এই সিরি। কোনও কোনও অ্যাপেল ব্যবহারকারীর কাছে এই সিরিই হয়ে উঠেছে তাদের পার্সোনাল অ্যাসিসট্যান্ট।
একদিন দুপুরে স্টিভ জবস লাঞ্চ মিটিংয়ে তার পদত্যাগের কথা ঘোষণা করেন৷ আর তারপরই তার হাতে ফোনটি তুলে সিরিকে জিজ্ঞেস করেন, ‘আপনি মহিলা নাকি পুরুষ?’ প্রত্যুত্তরে সিরি বলেন, ‘তারা আমার কোনও লিঙ্গ বেঁধে দেয়নি৷’ এই কথাটি শুনেই জবস ভীষণ খুশি হয়ে যায়৷ কিন্তু এরপরেই বেরিয়ে আসে আসল সত্যিটা৷
সিরি একজন মেয়ে এবং তার নিজস্ব ঘর বাড়ি সবই রয়েছে৷ ৬৭বছর বয়সী এই মহিলার নাম সুজান বেনেথ। ৬৭ বছরের এই ভদ্রমহিলা একজন ভয়েসওবার আর্টিস্ট ও আমেরিকার আটলান্টা নিবাসী একজন সিঙ্গার। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার