সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে সম্প্রতি বেগুনি রঙের একটি ফুল দেখা যাচ্ছে। তার ওপর মাউসের কার্সার রাখলেই লেখা উঠছে 'থ্যাঙ্কফুল'। অর্থাৎ এই ফুলটি ব্যবহারের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করা যাবে। ফেসবুকের এই নতুন রিঅ্যাকশন চিহ্ণটি নিশ্চয়ই নেটিজেনদের নজরে এসেছে। এরইমধ্যে অনেকে এটির ব্যবহারও শুরু করে দিয়েছে।
কিন্তু অধিকাংশ মানুষই জানেন না কেন হঠাৎ 'থ্যাঙ্কফুল' ইমোজি যোগ করেছে ফেসবুক। আসলে এটাই ফেসবুকের প্রথম উদ্যোগ নয়। গত বছরও এই সময়ে 'থ্যাঙ্কফুল' ইমোজি এনেছিল ফেসবুক।
১৪ মে আন্তর্জাতিক মা দিবস উদযাপনকে ঘিরেই ফেসবুকের এমন উদ্যোগ। এ বছর পৃথিবীর মোট ৮০টি দেশে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক মা দিবস। আর বিশেষ এই দিনটি উদযাপন করতেই 'থ্যাঙ্কফুল' ইমোজি এনেছে ফেসবুক।
প্রসঙ্গত, ব্রিটেনের ফেসবুকে দেখা যাচ্ছে না এই ইমোজি। কারণ, গত মার্চেই মা দিবস পালিত হয়েছে রানীর দেশে।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৭/ওয়াসিফ