এইচপির কয়েকটি মডেলের নতুন ল্যাপটপে আগে থেকেই (প্রিইনস্টল) ‘কি-লগার’ ড্রাইভার ইনস্টল আছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের নিরাপত্তা গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান মডজিরো। এই অডিও ড্রাইভার ব্যবহারকারীর সব কার্যক্রম রেকর্ড করে রাখতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
প্রতিষ্ঠানটির দাবি, কয়েকটি মডেলের এইচপি ল্যাপটপে একটি অডিও ড্রাইভার ইনস্টল রয়েছে। এই ড্রাইভারে কি-লগারের মতো ফিচার থাকে। এটি প্রতিটি কিস্ট্রোক গোপনে রেকর্ড করে কম্পিউটারের হার্ডড্রাইভে আনএনক্রিপটেড ফাইলে রেকর্ড করে রাখে। এই ড্রাইভারটি অডিও চিপ নির্মাতা প্রতিষ্ঠান কনটেক্সট্যান্ট তৈরি করেছে বলেও জানান তারা। ড্রাইভারটি এইচপি এলিটবুক, প্রোবুক, জেডবুক মডেলসহ প্রায় দুই ডজন ল্যাপটপ ও ট্যাবলেটে লোড করা থাকে। হার্ডড্রাইভে সংরক্ষিত কিস্ট্রোক তথ্যের মধ্যে আছে বিভিন্ন পাসওয়ার্ড সংরক্ষণ, ব্যক্তিগত চ্যাট বার্তা ও বিভিন্ন ওয়েবপেজের তথ্য।
এ ব্যাপারে এইচপি কর্তৃপক্ষ বলেছে, বিষয়টি সম্পর্কে তারা অবগত। কিন্তু এতে কোনো গ্রাহকের তথ্যে থাকার সুযোগ নেই। তবে কনটেক্সট্যান্টের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: জেডডি নেট, আর্স টেকনিকা
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৭/ওয়াসিফ