নকিয়ার বহু প্রতীক্ষিত স্মার্টফোনটি অবশেষে এইচএমডি গ্লোবাল ভারতের বাজারে নিয়ে আসতে যাচ্ছে। এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নকিয়া ৬, নকিয়া ৫ ও নকিয়া ৩। স্মার্টফোন তিনটির মূল্য যথাক্রমে ১৪,৯৯৯ রুপি, ১২,৮৯৯ রুপি এবং ৯,৪৯৯ রুপি।
আপাতত নকিয়া ৫ স্মার্টফোনটি খুচরা বিক্রেতাদের কাছে পাওয়া যাবে। নকিয়া ৬ পাওয়া যাবে আমাজনে। আর নকিয়া ৩ ফোনটিও খুচরা বিক্রিতার কাছ থেকে ক্রয় করা যাবে। জানা যায়, নকিয়া ৩ স্মার্টফোনটি জুলাই মাসের ১৬ তারিখ থেকে গ্রহকরা ক্রয় করতে পারবেন। আর নকিয়া ৫ পাওয়া যাবে জুলাইয়ের ৭ তারিখে এবং নকিয়া ৬ বাজারে আসছে জুলাইয়ের ১৪ তারিখেই। খবর টাইমস অব ইন্ডিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার