মাউসপ্যাড থেকেই চার্জ নিতে সক্ষম এরকম একটি অভিনব মাউস প্রযুক্তির উদ্ভাবন করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লজিটেক। নতুন উদ্ভাবিত এই মাউসটি প্যাডে থাকা অবস্থাতেই চার্জ হবে।
লজিটেকের দাবি, মাউসটির গবেষণা ও উন্নয়নে চার বছর সময় লেগেছে। প্যাডের যেকোনো জায়গা থেকেই চার্জ নিতে সক্ষম হবে এই মাউস। তবে ম্যাক কম্পিউটারে এ মাউস কাজ করবে কি না তা এখনও জানা যায়নি।
‘জি পাওয়ারপ্লে’ নামে খ্যাত জি৯০৩ এবং জি৭০৩ দুটি মডেলে মাউসগুলো আগস্ট মাসে বাজারে আসবে। দুটি মডেলই পিএমডব্লিউ৩৩৬৬ অপ্টিকাল সেন্সর ব্যবহার করা হয়েছে। জি৯০৩ মাউসটির দাম রাখা হয়েছে ১৪৯.৯৯ মার্কিন ডলার। অপরদিকে, জি৭০৩ মাউসের দাম রাখা হয়েছে ৯৯.৯৯ মার্কিন ডলার।
সূত্র: দ্য ভার্জ
বিডি প্রতিদিন/ ১৩ জুন, ২০১৭/ ই জাহান