একো লুক নামে নতুন একটি ডিভাইস বাজারে ছেড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। সেলফি ও ভিডিও ক্যামেরা যুক্ত ডিভাইসটি আসলে একটি স্মার্ট স্পিকার।
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি বিশেষজ্ঞ ফ্যাশন ডিজাইনারের মতামত দিয়ে থাকে। স্মার্ট স্পিকারটি দেখতে খুব আধুনিক হলেও এর সবচেয়ে বড় দুর্বলতা হলো ভয়েস কোয়ালিটি। তাই অন্যান্য স্পিকারের সঙ্গে এর কোয়ালিটির পার্থক্যটা সহজেই ধরা পড়ে।
শুনতে অবাক লাগলেও ডিভাইসটি ফ্যাশন অ্যাডভাইজার হিসেবে কাজ করতে সক্ষম। মানুষের পুরো গড়নের সেলফি নিয়ে দুটি ভিন্ন পোশাকের মধ্যে যে কোনো একটি বাছাই করার পরামর্শ দেবে একো লুক।
ডিভাইসটি ব্যবহার করতে হলে ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে। একোর ভয়েস অ্যাসিসট্যান্ট হিসেবে এখানেও থাকছে অ্যালেক্সা।অ্যামাজনের অন্যান্য পণ্যে আলেক্সা যেসব কাজ করতে পারে, একোতেও একই কাজগুলোই করবে।
একো ডিভাইসটি ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে শুধু আলেক্সা অ্যাপটি নামালেই হলো। ডমিনসের পিজ্জা, উবারের ট্যাক্সি , ফিটনেস ট্র্যাকিং ও টিভির সঙ্গে যুক্ত ডিশ হপার নিয়ন্ত্রণের কাজও করবে ইকো। স্টাইলিশ ডিভাইসটির দাম ধরা হয়েছে ২০০ ডলার।
সূত্র: সিবিসি
বিডি প্রতিদিন/ ১৪ জুন, ২০১৭/ ই জাহান