অ্যাপলের ম্যাক ব্যবহারকারীদের লক্ষ্য করে এবার নতুন ম্যালওয়্যার বানানো হয়েছে বলে সতর্ক করে দিয়েছে নিরাপত্তা গবেষকরা।
নিরাপত্তা প্রতিষ্ঠান ফর্টিনেট এবং এলিয়েনভল্ট র্যানসমওয়্যার এবং স্পাইওয়্যার প্রোগ্রাম দুটি খুঁজে পেয়েছে। প্রতিষ্ঠান দুটির দাবি, এই প্রোগ্রামের পেছনের উদ্ভাবনকারীরা পেশাদার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তাদের কোড তৈরির ‘ব্যাপক অভিজ্ঞতা’ রয়েছে। গবেষকরা আরো বলেন, এই ম্যালওয়্যার কোড উইন্ডোজ মেশিনকে খুব একটা লক্ষ্যবস্তু করা হয় না।
এ ব্যাপারে ফ্রন্টিয়ারের গবেষক আমির লাখানি ম্যাক ব্যবহারকারীদের পরামর্শ দেন, ম্যাক কম্পিউটারটি হালনাগাদ নিশ্চিত করুন এবং ইমেইলে মেসেজ রিসিভের ক্ষেত্রে সতর্ক থাকুন।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই র্যানসমওয়্যার ফাইল এনক্রিপ্ট করে প্রকাশের আগে ব্যবহারকারীর কাছে অর্থ দাবি করা হয়।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৭/ওয়াসিফ