ভার্চুয়াল স্টোরেজ মানেই এখন ক্লাউড স্টোরেজ। এবার ডেটা সংরক্ষণের আরও একটি বিকল্প উপায়ের কথা বলেছেন আইবিএম'র গবেষকরা। তাদের মতে, ক্যাসেটে থাকা ম্যাগনেটিক টেপই ভবিষ্যতে ফের বাজার দখল করতে পারে।
গবেষকরা বলছেন, সোনির নতুন প্রোটোটাইপ ম্যাগনেটিক টেপের মাত্র এক বর্গ ইঞ্চি জায়গায় ২০১ গিগাবাইট ডেটা সংরক্ষণ করা গেছে। যা এখন পর্যন্ত রেকর্ড। এই ম্যাগনেটিক টেপ আরও উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। একাধিক বেরিয়াম ফেরাইটের পাতলা স্তরে তৈরি এই ম্যাগনেটিক টেপ।
২০১৫-তে প্রতি বর্গ ইঞ্চিতে ১২৩ জিবি ডেটা সংরক্ষণ করতে পারত ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক টেপের একটি কার্টিজে মোট ৩৩০ টেগা বাইট ডেটা সংরক্ষণ করার ক্ষমতা রাখে। ওই কার্টিজটির সাইজ অনুযায়ী, হাতের মুঠোর মধ্যে ৩০ কোটি বই সংরক্ষণ সম্ভব।
গুগল, অ্যামাজনের মতো ক্লাউড সংস্থাগুলির দাবি, ম্যাগনেটিক টেপের তুলনায় দ্রুত এবং সহজে সংরক্ষণ করা যায় তাদের স্টোরেজে। তবে ম্যাগনেটিক টেপের উৎপাদন খরচ অনেক কম। অনেক বেশি স্থায়িত্ব রয়েছে ওই টেপের। আইবিএম'র এই গবেষণাকে তারা তাই স্বাগত জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৯ আগস্ট, ২০১৭/ফারজানা