জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যোগ হয়েছে ‘ওয়াচ’ নামে একটি নতুন ফিচার। তবে বর্তমানে এ ফিচারটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এটির মাধ্যমে সার্চ জায়ান্ট গুগল অধিকৃত জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের সঙ্গে পাল্লা দেয়ার প্রয়াস নিয়ে চলতি মাসের শুরুতে এ সেবা চালু করার ঘোষণা দেয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
ফেসবুকের এ ওয়াচ ট্যাবের অধীনে নানা অনুষ্ঠান দেখা যাবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এসব অনুষ্ঠানের জন্য ফেসবুক ধরন ভেদে ১০ হাজার ডলার থেকে আড়াই লাখ ডলার পর্যন্ত অর্থ পরিশোধ করবে। তবে এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষে মুখ খোলেনি।
এদিকে মার্কিনিদের কাছে টেলিভিশনের চেয়ে দিন দিন অনলাইনে ভিডিও দেখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এমন চিত্র উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে।
জানা যায়, মার্কিনিরা দিনের ৭৩ মিনিটেরও বেশি সময় ব্যয় করে থাকেন ডিজিটাল ভিডিও দেখার পেছনে। যা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। এদিকে টিভি দেখার প্রবণতা কমছে দিন দিন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন