প্রাত্যহিক জীবনের বিভিন্ন কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভরতা বাড়ছে। অনলাইন দুনিয়ায় বিচরণ করতে গিয়ে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বাড়ছে। এই অনলাইন বন্ধুত্ব বাস্তব জীবনে কখনো কখনো ক্ষতির কারণ হচ্ছে। যেটাকে বলা হচ্ছে সাইবার ক্রাইম।
বর্তমান সময়ের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সাইবার বুলিং বা অনলাইন মাধ্যমে নানাভাবে প্রতারিত হওয়া। আবার অনেক সময় দক্ষতা না থাকায় অনেকে অনলাইনে ব্যবসা করেও সঠিক দিক নির্দেশনার অভাবে সফল হতে পারেন না। অনলাইন ভিত্তিক এমন টেকনিকেল সমস্যার সমাধান দিতে কাজ করছেন দুই তরুণ মোহাম্মদ সাইফুল ইসলাম খাঁন এবং আহাম্মেদ আলী রবিন। প্রযুক্তির নেশা থেকে দু'জনেই গড়ে তোলেন টেকমেন্ড বিডি নামে একটি প্রতিষ্ঠান। যা উদ্যোক্তাদের জন্য যেকোনো টেকনিকেল সাপোর্ট দেয়ার পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষকে সাহায্য করছেন।
এই দুই তরুণ উদ্যোক্তা বলেন, আমরা সচরাচর দেখতে পাই অনলাইনে অগণিত মানুষ নিজেদের স্বাবলম্বী করার জন্য অনলাইন বিজনেসে ঝুঁকে যাচ্ছেন। তার সঠিক দিক নির্দেশনা না পাওয়ায় তারা ব্যর্থ হয়ে যান এবং পাশাপাশি অনলাইন প্রতারণার শিকার হন। আমরা উদ্যোক্তা এবং ডিজিটাল মাধ্যমের বিভিন্ন বিষয়ে টেকনিকেল সাপোর্ট দিয়ে আসছি।
তারা বলেন, টেকমেন্ড বিডি থেকে আমরা সম্পূর্ণ ফ্রি টেকনিকেল সাপোর্ট দিচ্ছি। পাশাপাশি সাইবার জগতের নানা সমস্যার বিষয়ে অ্যাওয়ারনেস গড়ে তুলছি। অনলাইন উদ্যোক্তাদের অধিকাংশ এবং ক্রেতার একটি অংশ প্রতারণার শিকার হন। আবার কেউ কেউ সাইবার বুলিংয়ের শিকার হন। আমরা মূলত গ্রাহকরা কিভাবে আইনি সহায়তা নিবেন এবং কিভাবে নিজেদের সাইবার স্পেসে সেফ রাখবেন সে বিষয়টি নিয়ে কাজ করছি।
আমরা মানুষকে ডিজিটাল মাধ্যমে সহযোগিতা করে যেতে চাই। আগামীতে অসংখ্য মানুষের এখানে কর্মসংস্থান হবে এবং আমাদের সাইবার স্পেস নিরাপদ হবে সেই প্রত্যাশা করেন এই দুই তরুণ উদ্যোক্তা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন